ওয়ার্ল্ড ইনসাইড

ছবিতে ছবিতে রাশিয়া 'বিজয় দিবস'


প্রকাশ: 09/05/2022


Thumbnail

গোটা বিশ্বের চোখ মস্কোর রেড স্কয়ারে। এরই মধ্যে শুরু হয়ে গেছে রাশিয়ার বিজয় দিবস উদযাপন।

প্রতি বছর ৯ মে বিজয় দিবস উদযাপন করে রাশিয়া। ১৯৪৫ সালের এই দিনে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে তৎকালীন নাৎসি জার্মানি।

তবে ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় এবার দিবসটি পালনের প্রেক্ষিত ভিন্ন রকমের। কারণ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ইউক্রেনে তার সামরিক অভিযানের পক্ষে নিজ দেশে জনসমর্থন তৈরি করতে মরিয়া হয়ে আছেন।

গুঞ্জন আছে ইউক্রেন অভিযান নিয়ে এই দিন বড় ঘোষণা দিতে পারে পুতিন। যদিও মস্কো বিষয়টি বারবার অস্বীকার করে আসছে। 


চিত্র: রাশিয়ার ব্যবহৃত আধুনিক ট্যাংক

চিত্র: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সামরিক পোশাক।  

চিত্র: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যানবাহন নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করছেন রাশিয়ান সেনারা।  

চিত্র: বিজয় দিবস র‍্যালি উপভোগ করছেন একজন রাশিয়ান নারী 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭