টেক ইনসাইড

ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহারের উপায়


প্রকাশ: 09/05/2022


Thumbnail

অনলাইনের এ যুগে তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম ই-মেইল। অফিস আদালত থেকে শুরু করে ব্যক্তিগত কাজেও মেইলের ব্যবহার বাড়ছে। ধরুণ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। সে সময় কোনো মেইল ওপেন করতে হবে। কিন্তু দেখা গেল ইন্টারনেট নেই। তাহলে উপায়? ইন্টারনেটের সংযোগ আবার চালুর জন্য অপেক্ষা করার মতো সময়ও নেই। তখন কি হবে? উপায় অবশ্য একটি আছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জিমেইলে রয়েছে অফলাইন সুবিধা। অফলাইন সুবিধা ব্যবহার করে ইন্টারনেট না থাকলেও জিমেইল ব্যবহার করা সম্ভব। বেশিরভাগেরই জানা নেই এ ফিচারের কথা।

চলুন জেনে নেয়া যাক অফলাইনে জিমেইল ব্যবহার করার উপায়-

>> প্রথমে https://mail.google.com/mail/u/0/#settings/offline ঠিকানায় প্রবেশ করতে হবে।
>> এবার Enable offline mail অপশনের পাশে টিক চিহ্ন দিতে হবে।
>> এখানে After logging out of my Google account–এর নিচে থাকা যেকোনো একটি অপশন নির্বাচন করতে হবে।
>> এবার Keep offline data on my computer নির্বাচন করলে জিমেইল থেকে লগআউট হলেও কম্পিউটারে তথ্য থেকে যাবে।
>> আর যদি Remove offline data from my computer নির্বাচন করেন, তাহলে জিমেইল থেকে লগআউট হলেই অফলাইনে করা কাজের তথ্য মুছে যাবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭