ওয়ার্ল্ড ইনসাইড

বিক্ষোভকারিদের হাত থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে উদ্ধার করলো সেনাবাহিনী


প্রকাশ: 10/05/2022


Thumbnail

শ্রীলঙ্কার সদ্য ক্ষমতা ছাড়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে তার সরকারি বাড়ি ‘টেম্পল ট্রি’ থেকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এসময় বাড়িটি ঘিরে রেখেছিলো হাজার হাজার বিক্ষোভকারি। 

মঙ্গলবার (১০ মে) ভোরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। 

এর আগে সোমবার রাতভর দেশটির বিভিন্ন স্থানে শক্ত অবস্থান নেয় বিক্ষোভকারিরা। এসময় তারা সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নেয় এবং প্রধান ফটক ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করে। 

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ভোরের দিকের অভিযানে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিরাপদে সেনাবাহিনী উদ্ধার করেছে। এসময় সেখান থেকে অন্তত ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। 

মাহিন্দাকে উদ্ধার করে এক অজ্ঞাত জায়গায় রাখা হয়েছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭