ওয়ার্ল্ড ইনসাইড

স্বাস্থ্য সেবা লক্ষ্য করে ইউক্রেনে ২০০ হামলা: ডব্লিউএইচও


প্রকাশ: 10/05/2022


Thumbnail

ইউক্রেনে চলমান রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে গত আড়াই মাসে দেশটির স্বাস্থ্য খাত লক্ষ্য করে ২০০ টি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিসুস। 

ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রিসুস জানান, ২০০টি হামলার ব্যাপার তারা যাচাই-বাছাই করে নিশ্চিত হতে পেরেছেন। 

দুই দিনে ইউক্রেন সফরে তিনি কিয়েভ থেকে রাশিয়ার প্রতি যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। 

তার দাবি, ইউক্রেনে জরুরি ওষুধ পৌঁছে দেওয়া যাচ্ছে না অথচ ইউক্রেনীয়দের এখন সবচেয়ে বেশি জরুরি এটাই দরকার।  

এসময় ইউক্রেনের মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭