ইনসাইড টক

‘আমার ইচ্ছাতেই তখন পোস্টারগুলো বানানো হতো’


প্রকাশ: 10/05/2022


Thumbnail

নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পলি। তিনি নায়ক মান্না, রুবেল, শাকিব খানের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করেন। কিন্তু ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে। এরপরই হঠাৎ চলচ্চিত্রা থেকে অন্তরালে চলে যান তিনি।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীতে বাস করছেন পলি। অথচ তার সময়ের অনেকেই এখনও চলচ্চিত্র দাঁপিয়ে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে নিজের ভুল বুঝতে পারেন এই নায়িকা। বাংলা ইনসাইডারের সঙ্গে আলাপকালে এমনটাই জানান পলি। তিনি আরো জানান শাকিব খানের উপদেশ তখন মানলে তার ক্যারিয়ার হয়তো এভাবে থেমে যেত না। আরো ভালো থাকতে পারতেন তিনি।

পলির ভাষ্যমতে নব্বইয়ের মাঝামাঝি যখন তিনি মান্না, রুবেল, শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন, তখন এদের পাশাপাশি তিনি আলেক জান্ডার বো, অমিত হাসানের সঙ্গেও চুটিয়ে অভিনয় করেছেন। কিন্তু তিনি এখন মনে করেন, তার এই সিদ্ধান্ত ভুল ছিল। অমিত হাসান, আলেক জান্ডারের সঙ্গে অভিনয় কমিয়ে দিলে হয়তো শাকিব খান ও মান্নার সঙ্গে আরো অনেক সিনেমায় তিনি জুটি বাঁধতে পারতেন। 

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে এই নায়িকা বলেন, ‘শাকিব খুব ভালো মনের মানুষ। একদিন তার সঙ্গে দুপুরের খাবার খাওয়ার সময় সে আমাকে কিছু উপদেশ দিয়েছিল।’

অমিত এবং আলেকজান্ডার, মেহেদীর সঙ্গে অভিনয়ের প্রতি ইঙ্গিত করে পলি বলেন, ‘আমার মনে হয় শাকিব খানের সেদিনের কথাগুলো শুনলে হয়তো আমি আরও ভালো অবস্থানে এখন থাকতাম।’

কী সেই উপদেশ জানতে চাইলে পলি বলেন, ‘আসলে আমি পলিটিক্স বুঝতাম না। যে কারণে পলিটিক্সের শিকার হয়েছি। ওর (শাকিব খান) উপদেশগুলো যদি শুনতাম তাহলে শাকিবের সঙ্গে চারটি নয়, আরো অনেক সিনেমা হতো।’

‘শাকিব আমাকের আরও বলতো আস্তে আস্তে তোমার ট্র্যাক চেঞ্জ করো। তুমি যেহেতু মান্না ভাইয়ের সঙ্গে কাজ করেছো, আমার সঙ্গে করছো…।’ পলি বলেন, ‘শাকিব খানের এই কথাটার মানে আমি সেদিন বুঝতে পারিনি। আমারই ভুল হয়েছে।’

পলি আরও বলেন, আমরা ইচ্ছাতেই তখন পোস্টার গুলো অন্যরকম ভাবে বানানো হতো। আমি অশ্লীলতা বুঝি না, আমরা বুঝতাম বানিজ্যিক ব্যাপারটা বর্তমান সময়ের সিনেমা নিয়ে এই নায়িকা বলেন, এখন আর তেমন ভাবে হলে গিয়ে সিনেমা দেখা হয়না। তবে হ্যাঁ এখনকার সিনেমার গান গুলো অনেক সুন্দর হচ্ছে। আমাদের সময় থেকে এখন অনেক ভালো কথা সুরের গান চলচ্চিত্রে হচ্ছে।

মোহাম্মদ হোসেন পরিচালিত মান্নার বিপরীতে ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পলি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক নম্বর আসামী’ মুক্তি পায় ২০১২ সালে। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭