ইনসাইড বাংলাদেশ

কোভিড আরোগ্য সূচকে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন


প্রকাশ: 11/05/2022


Thumbnail

কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করার সূচকে বিশ্বের ১২১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫ম।  বাংলাদেশের এই সন্তোষজনক অনস্থানের জন্য অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।  

মঙ্গলবার (১০ মে) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, নিকেই রিকভারি ইনডেক্সে বিশ্বব্যাপী ১২১ দেশের মধ্যে ৫ম স্থানে থাকার জন্য বাংলাদেশকে অভিনন্দন। বাংলাদেশের জনসংখ্যার ৭৫.৪৬ শতাংশ কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছে এবং ৬৮.১৯ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছে। সারাদেশে ৬৪ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করার সূচকে বিশ্বের ১২১ দেশের মধ্যে ৫ম অবস্থানে এসেছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে প্রথম স্থানে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭