ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে


প্রকাশ: 12/05/2022


Thumbnail

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইউএনপি নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। খবর ডেইলি মিররের।

৭৩ বছর বয়সী অভিজ্ঞ এ রাজনীতিবিদ শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা। 

লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শপথ নেন বিক্রমাসিংহে এবং তারপর আশীর্বাদ নিতে ওয়ালুকারমা মন্দিরে যান।

বৃহস্পতিবার সকাল থেকেই জল্পনা-কল্পনা হচ্ছিলো ইউএনপি নেতা রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। গতরাতে তিনি রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের সাথে রুদ্ধদ্বার আলোচনা করার পর থেকেই এই জল্পনা ছিল। 

মাহিন্দা রাজাপাকসের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের তিন দিন পর রাষ্ট্রপতি এ সিদ্ধান্ত নিলেন। সোমবারের সহিংসতায় একজন সংসদ সদস্যসহ এ যাবৎ নয়জন মারা গেছে।  

এদিকে, শ্রীলঙ্কার সংসদের অধিবেশন পূর্ব নির্ধারিত ১৭ মে ডাকা হবে বলে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে আজ বৃহস্পতিবার সকালে আবারো নিশ্চিত করেছেন। 

দেশজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রাস্তায় রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭