কালার ইনসাইড

আড়াল থেকে প্রকাশ্যে সেই প্রযোজক আব্দুল আজিজ


প্রকাশ: 12/05/2022


Thumbnail

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরেই আড়ালে ছিলেন তিনি। দুই বছরের বেশি সময় পর ঈদে মুক্তিপ্রাপ্ত 'শান' সিনেমা আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠানে দেখা মেলে তার। ২০১৯ সালের পর এটিই হয়ত প্রথম তার প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে আসা।

অনেকেই ধারণা করেছিলেন সেসময় দেশের বাইরে উড়াল দিয়েছিলেন আব্দুল আজিজ। তবে সূত্রের খবর, এসময় দেশেই ছিলেন তিনি।

২০১৯ সালে ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে এমএ কাদের ও তার ভাই আব্দুল আজিজসহ ক্রিসেন্ট গ্রুপ সংশ্লিষ্টদের পাশাপাশি ১৩ জন ব্যাংক কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মামলায় অভিযোগ করা হয়, ক্রিসেন্ট গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের রপ্তানি বিলের বিপরীতে জনতা ব্যাংক থেকে নেওয়া অর্থের মধ্যে ৯১৯ কোটি ৫৬ লাখ দেশে ফেরত আসেনি।

এর মধ্যে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস ৪২২.৪৬ কোটি টাকা, আবদুল আজিজের রিমেক্স ফুটওয়্যার ৪৮১.২৬ কোটি টাকা ও ক্রিসেন্ট ট্যানারিজ ১৫.৮৪ কোটি টাকা অর্থাৎ মোট ৯১৯.৫৬ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান ভাই এমএ কাদেরকে গ্রেপ্তারের পর থেকেই আত্মগোপনে ছিলেন আব্দুল আজিজ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭