ইনসাইড বাংলাদেশ

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে সেনাবাহিনী: সেনাপ্রধান


প্রকাশ: 12/05/2022


Thumbnail

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, খাদ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে সেনাবাহিনী। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। এরই ধারাবাহিকতায় পুকুর ও জলাভূমি ব্যবহার করা হচ্ছে মাছ এবং হাঁস চাষের জন্য। বিভিন্ন প্রকার খামার ছাড়াও বায়োফ্লক পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে শিং ও তেলাপিয়া মাছ।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে সাভার এরিয়ায় কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা-২০২২ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সকল সেনানিবাসে কৃষি ভিত্তিক উৎপাদন দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং বাণিজ্যিক কৃষিতে উত্তরণের মাধ্যমে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সেনাবাহিনীর এ প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে। সেনাবাহিনীর সকল এরিয়া মৌসুমভিত্তিক অব্যবহৃত পতিত জমি কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, সেনানিবাসের সকল অনাবাদী জমিতে, এমনকি প্রতিটি বাসা-বাড়ির আনাচে-কানাচে লাগানো হয়েছে বনজ, ওষধি ও ফলের গাছ। উন্মুক্ত স্থানে চাষ করা হচ্ছে নানা জাতের মৌসুমী ও বারোমাসি ফল। এসময় তিনি সেখানে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ও বৃক্ষরোপণ করেন।

সেনাপ্রধান বলেন, 'স্বাস্থ্যসম্মত অর্গানিক পণ্য উৎপাদন করছি। শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিতে পারব। আমাদের নিজস্ব চাহিদা মিটিয়ে আমাদের বিভিন্ন আউটলেট থেকে সুলভ মূল্যে সাধারণ মানুষ নিতে পারবেন। এই মডেল শুধু এখানেই থেমে থাকবে না, এটা অন্যরাও অনুসরণ করবেন। '

সেনাপ্রধান আরও বলেন, 'প্রতিযোগিতার মধ্যে ভালো করার তালিকায় সাভার অঞ্চল অন্যতম। তাদের প্রচেষ্টার মাধ্যমে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশও লাভবান হবে। দেশের মোট উৎপাদনে আমরাও যোগ করতে সক্ষম হব। '

সব শেষে তিনি সাভার ডিওএইচএস এলাকায় স্থাপিত সেনা পাবলিক স্কুল ও কলেজ এর নামফলক উন্মোচন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এ্যাডজুটেন্ট, জেনারেল মেজর জেনারেল মো. খালেদ আল-মামুন পিবিজিএম, এনডিসি, পিএসসি, সামরিক সচিব এবং মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া।

উল্লেখ্য, সাভার এরিয়ার অধীনে সেনাবাহিনীর আওতাভুক্ত এক হাজার ৭২৯ একর জমির মধ্যে প্রশিক্ষণ ও বিভিন্ন স্থাপনাসহ প্রশাসনিক ভবন বাদে পতিত ১৬০ একর জমিতে ৬৪টি পুকুরে মাছ চাষ এবং ৫৮৮ একর জমি ফলদ ও বনজ গাছের কৃষিভিত্তিক উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া সাভারে মিলিটারি ফার্মে প্রয়োজনীয় জমি বাদে গবাদি পশু পালনের পাশাপাশি বিভিন্ন শাক-সবজি চাষ করা হয়। এ ছাড়া সাভার এরিয়ার আওতাধীন জাজিরার অন্তর্গত চরজানাজাতে ৪২৭টি গরু লালন-পালন করা হচ্ছে। আবার সাভার এরিয়ার বিভিন্ন ফার্মে পালনকৃত দুই হাজার ৫৫৮টি গরু থেকে প্রতিদিন গড়ে ২২ হাজার ২০০ লিটার দুধ পাওয়া যাচ্ছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭