ওয়ার্ল্ড ইনসাইড

গ্যাস সরবরাহ বন্ধ করে ফিনল্যান্ডের বিপক্ষে ব্যবস্থা নিতে যাচ্ছে রাশিয়া


প্রকাশ: 13/05/2022


Thumbnail

রাশিয়ার ইউক্রেনে অভিযানের প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা ফিনল্যান্ড দ্রুত সময়ের মাঝে ন্যাটোতে দিতে পারে বলে ঘোষণা দিয়েছেন। আর এই ঘোষণার পরেই দেশটিতে শুক্রবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। 

বৃহস্পতিবার (১২ মে) এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট সাউলি নিনিসটো ও প্রধানমন্ত্রী সানা মারিন,বলেছেন, ‘ফিনল্যান্ডকে দেরি না করে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করছি।’

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিনল্যান্ডের এই পদক্ষেপের ফলে মস্কোকে ‘সামরিক-প্রযুক্তিগত ও অন্যান্য প্রতিশোধমূলক পদক্ষেপ’ নিতে বাধ্য করা হবে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়া শুক্রবার থেকেই ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে ফিনল্যান্ডের রাজনীতিবিদদের সতর্ক করা হয়েছে। আর রাশিয়া যদি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ফিনল্যান্ডের শিল্প প্রতিষ্ঠান ও খাদ্য সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭