ওয়ার্ল্ড ইনসাইড

টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন ইলন মাস্ক


প্রকাশ: 13/05/2022


Thumbnail

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার চুক্তি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটারে স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্টের পরিসংখ্যানের ব্যাপারে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় এই মাধ্যমে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশের কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়। সেই দাবির পক্ষে বিস্তারিত তথ্য পাওয়া পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে বলে শুক্রবার এক টুইট বার্তায় জানিয়েছেন ইলন মাস্ক।

টুইটে মাস্ক বলেছেন, ‌‌‘স্প্যাম/ভুয়া অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে, এমন হিসাবের বিস্তারিত তথ্য ঝুলে থাকায় টুইটারের চুক্তি সাময়িকভাবে মুলতবি করা হয়েছে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭