ইনসাইড বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৮


প্রকাশ: 14/05/2022


Thumbnail

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। তাদের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বাস-প্রাইভেট কারের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় প্রায় ২৫ জনকে উদ্ধার করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তিরা কে কোন পরিবহনের যাত্রী ও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রায়হান জানান, খুলনা থেকে রাজীব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল এবং ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল প্রাইভেট কার। দুটি গাড়ির সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলও ঢুকে পড়ে। এ সময় সাতজন নিহত হন। আহত হন প্রায় ২৫ জনের মতো। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। ওই সময় দুর্ঘটনাস্থলের পাশে শ্রমিকরা ধানমাড়াইয়ের কাজ করছিলেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ মুহূর্তে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭