ক্লাব ইনসাইড

চবি'র কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আগুন


প্রকাশ: 14/05/2022


Thumbnail

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ ঘটনার সূত্রপাত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমাদের গ্রন্থাগারে দায়িত্বরত কর্মকর্তারা আগুন নিভিয়ে ফেলেছেন। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 

ঘটনার বর্ণনা দিয়ে গ্রন্থাগারে দায়িত্বরত সহকারী রেজিস্ট্রার রূপনা দত্ত বলেন, সকাল সাড়ে দশটার দিকে গ্রন্থাগার মিলনায়তনে একজন শিক্ষার্থী পড়ছিল। সে হঠাৎ এসে বলল যে, মিলনায়তনের সুইস বোর্ড থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা সাথে সাথে সেখানে দৌড়ে গিয়ে দেখি আগুন দাউদাউ করে জ্বলছে। তৎক্ষণাৎ আমরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু সে সময়ের মধ্যেই মিলনায়তন, বঙ্গবন্ধু গ্যালারিসহ পুরো গ্রন্থাগার ধোঁয়ায় ছেয়ে যায়। 

গ্রন্থাগারের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, বৈদ্যুতিক তার বৃষ্টির পানি অথবা প্রচণ্ড ঘেমে যাওয়ায় শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

‘যে বোর্ডের আগুন লেগেছে, সেটি কাঠের বোর্ড ছিল। যার কারণে সাথে সাথেই আগুনটা দাউদাউ করে জ্বলে উঠেছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭