ইনসাইড গ্রাউন্ড

২৭ মাসের আক্ষেপ ঘোচাতে পারবে টাইগাররা?


প্রকাশ: 15/05/2022


Thumbnail

শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ থেকে শুরু হবে। ঘরের মাঠে এই টেস্টের জন্য ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক অবশ্য বলেছেন, তারা অনেক ভালো প্রস্তুতি নিয়েছেন। বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় থাকলেও এখন অবশ্য সেই সংশয় কেটে গিয়েছে। তিনি এই টেস্টে খেলবেন বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ফলে বলা যায়, বাংলাদেশ দল তাদের সর্বশক্তি নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। তবে বাংলাদেশ দল তাদের দীর্ঘ ২৭ মাসের আক্ষেপ ঘোচাতে পারবে কিনা সেটি নিয়ে এখন ক্রিকেট মহলে আলোচনা চলছে। 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের এই সিরিজ নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি আক্ষেপ ঘোচানোর মঞ্চ হিসেবে দেখছেন তারা। কিছুদিন আগে নিউজিল্যান্ডে টেস্ট জিতে আসলেও ঘরের মাঠে সবশেষ ২৭ মাস টেস্ট জয়ের স্বাদ থেকে বঞ্চিত লাল-সবুজের প্রতিনিধিরা। হোম ভেন্যুতে এই ফরম্যাটে সবশেষ জয়টি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, ঢাকায়। শুধু চট্টগ্রামের হিসেব কষলে চোখ রাখতে হবে আরো দূরের পরিসংখ্যানে। সাগরিকার পাড়ে টেস্ট জয় এসেছে সেটিও ৫৪ মাস হয়ে গেছে। নিজেদের হোম ভেন্যুতে সব মিলিয়ে ৬৭ টেস্ট খেলে ৪৪ হারের বিপরীতে মাত্র ১০ জয় পাওয়া বাংলাদেশ দল অবধারিতভাবে চাইবে চট্টগ্রামে জয়ের সংখ্যাটা ১১-তে নিয়ে যেতে। সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের স্বাদ পেতে। লঙ্কানদের সঙ্গে এ পর্যন্ত ২২ ম্যাচে মোটে ১ জয় বাংলাদেশ দলের, ১৭ হারের সঙ্গে ড্র আছে ৪টি।

তবে এসব পরিসংখ্যান দেখতে রাজি নন টাইগার দলপতি মুমিনুল। তিনি বলেন, ‘যখন খেলি জেতার জন্য খেলি। এখানেও এই পরিকল্পনা নিয়েই খেলব। ম্যাচ জেতার জন্যই খেলব। আগে কী হলো না হলো এগুলো নিয়ে কখনও চিন্তা করতে পারবেন না। যারা ৫ দিন চাপ সামলাতে পারবে তারাই ম্যাচ জিতবে। অতীতে কী হয়েছে এসব ভূমিকা রাখে না।’ এই টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশ দল অবশ্য আত্মবিশ্বাসে রসদ পাচ্ছে সাকিব আল হাসান ফেরায়। বাঁহাতি অলরাউন্ডার করোনাভাইরাস নেগেটিভ হওয়ায় বাড়তি একজন বোলার বা বাড়তি একজন ব্যাটসম্যান খেলানোর দুশ্চিন্তা করতে হচ্ছে না স্বাগতিক টিম ম্যানেজমেন্টকে। ফলে মুমিনুল আশাহত হতে রাজি নন। তিনি চান ঘরের মাঠে জয় ছিনিয়ে আনতে।

২০০০ সালে আইসিসির স্ট্যাটাস পাওয়ার পর ২২ বছর পেরিয়ে গেছে, কিন্তু এই ফরম্যাটে আশানুরূপ পারফরম্যান্স নেই বাংলাদেশ দলের। যা একটু সাফল্য ধরা দেয়, সেটিও খুব বেশি নয়, ধারাবাহিক নয় মোটেও। তবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের পর নিজেদের আভিজাত্য প্রতিষ্ঠায় কিছুটা রসদ পেয়েছে বাংলাদেশ দল। তাইতো কণ্ঠে জোর পেয়েছেন অধিনায়ক মুমিনুল, হেড কোচ রাসেল ডমিঙ্গো আর নির্বাচক প্যানেলের সদস্যরা। কিন্তু সেই জোরটিও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাজেভাবে হেরে হারিয়ে ফলেছেন। এবার সাদা পোশাকে বাংলাদেশ দলের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। ঘরের মাঠে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এবার দেখা যাক হারানো আত্মবিশ্বাস আবার ফিরে পায় কিনা বাংলাদেশ।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, একটি দল যখন মাঠে নামে তখন তারা জেতার জন্যই মাঠে নামে। সেহেতু মুমিনুল এর দৃষ্টিকোণ ঠিকই আছে। সে তার দলকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে জেতার। তারপরে ঘরের মাটিতে খেলা। সেহেতু বাংলাদেশ দলের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। এখানে শ্রীলঙ্কা এমনিই একধাপ পেছনে থাকবে। আশা করছি ঘরের মাঠ এবং হোম কন্ডিশনকে অনেক ভালোভাবে কাজে লাগাবে বাংলাদেশ দল এবং ২৭ মাসের আক্ষেপ ঘোচাতে মরিয়া হয়ে খেলবে বাংলাদেশ। পরবর্তী বিষয় দেখা যাবে মাঠের পারফরমেন্সে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭