ইনসাইড বাংলাদেশ

আগামী মার্চে পদ্মা সেতু দিয়ে রেল চলবে: রেলমন্ত্রী


প্রকাশ: 15/05/2022


Thumbnail

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী মার্চ মাসে পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৫ মে) দুপুরে শিবচর ও ভাঙ্গা এলাকার পদ্ম সেতুর রেলপথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আপাতত লক্ষ্য আগামী বছরের ২৬ মার্চ ঢাকা থেকে মাওয়া পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানো। তা সম্ভব না হলে আগামী বছরের জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। ২০২৪ সালের জুনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চলবে।

তিনি আরও বলেন, সেতুতে রেললাইন স্থাপনের কাজ না হওয়ায় উদ্বোধনের দিন থেকে ট্রেন চলবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭