ওয়ার্ল্ড ইনসাইড

আজভস্টালে রাশিয়ার ফসফরাস বোমা হামলার দাবি ইউক্রেনের


প্রকাশ: 16/05/2022


Thumbnail

রাশিয়ার সসস্ত্রবাহিনী মারিউপোলে অবরুদ্ধ করে রাখা আজভস্টাল স্টিল প্লান্টে ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা। 

রবিবার (১৫ মে) এই গুরুতর অভিযোগ উত্থাপন করে ইউক্রেনীয় কর্মকর্তারা। 

মারিউপোল সিটি কাউন্সিলের সহকারী মেয়র পেট্রো আন্দ্রিউশচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, ‘নরক পৃথিবীতে এসেছে। আজভস্টালের কাছে।’ তিনি হামলার একটি ভিডিও পোস্ট করেছেন, এতে কামানের গোলাও দেখা গেছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি।

এর আগেও ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে দোনবাস অঞ্চলে ফসফরাস বোমা ফেলার অভিযোগ করেছিল। তবে রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ফসফরাস বোমা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। জনবহুল এলাকায় আন্তর্জাতিক আইনে এই বোমার ব্যবহার নিষিদ্ধ। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭