ওয়ার্ল্ড ইনসাইড

তুরস্কের ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদানের আপত্তির পেছনে রয়েছে যে উদ্দেশ্য


প্রকাশ: 16/05/2022


Thumbnail

ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক জোটটিতে যোগদানের প্রত্যাশায় থাকা দুই নতুন সদস্য ফিনল্যান্ড-সুইডেনের জোটটিতে যোগদানের বিষয়ে গুরুতর আপত্তি জানিয়েছে। তবে তুরস্কর এই আপত্তি দেশ দুটির জোটে যোগদানের বিষয়ে বিরোধিতা নয় বলে জানিয়েছে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

রবিবার (১৫ মে) ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিজেদের আপত্তির কথা আনুষ্ঠানিকভাবে জানায় তুরস্ক। 

তবে পশ্চিমা সামরিক জোটটির দাবি, তুরস্ক ন্যাটো জোটে ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদে বাধা দেবে না, বরং কিছু দাবির কথা জানিয়েছে দেশটি। আল-জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বার্লিনে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তুরস্ক দাবি তুলে বলেছে, দুই নর্ডিক দেশকে (ফিনল্যান্ড-সুইডেন) তাদের ভূখণ্ডে উপস্থিত কুর্দি জঙ্গি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ করতে হবে এবং তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, তিনি আত্মবিশ্বাসী ‘তুরস্ক যে উদ্বেগ প্রকাশ করেছে তা এমনভাবে সমাধান করা হবে যাতে তাদের সদস্যপদ বিলম্বিত না হয়।’ 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭