ইনসাইড বাংলাদেশ

বাংলায় বৃষ্টি এবং অশ্রু যেদিন এক হয়েছিলো


প্রকাশ: 17/05/2022


Thumbnail

৮১ সালের এই দিনটি ছিলো ঝঞ্ঝাবিক্ষুব্ধ কান্না আবেগের একদিন। আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব নিয়ে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। তার বিমানটি যখন বাংলার মাটি স্পরশ করে তখন ঢাকায় তুমুল বৃষ্টি। সেই বৃষ্টি মুখর এক বিকেলে শেখ হাসিনা এক বুক কান্না নিয়ে বাংলার মাটিতে পা স্পর্শ করেন। বাংলার মাটি স্পর্শ করে প্রথমেই তিনি কান্নায় ভেঙে পড়েন। এরপর তিনি বলেন যে, 'আমি আমার বাবার হত্যার বিচার চাই'। শেখ হাসিনার সেই দুঃখ, সেই কষ্ট, সেই আবেগ জড়ানো কান্না যেনো শুনেছিলো প্রকৃতি। সেদিনে প্রকৃতি তাঁর ডাকে সাড়া দিয়ে মুষলধারে বৃষ্টি ঝরেছিল ঢাকার আকাশ জুড়ে কিন্তু বৃষ্টি থামাতে পারেনি লাখো মানুষের বাঁধভাঙ্গা আবেগকে। লাখো মানুষ যেন বৃষ্টিতে সিক্ত হয়ে নিজেদের কান্নাকে উজাড় করে দিয়ে বরণ করতে এসেছিলো প্রিয় নেতা শেখ হাসিনাকে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিলো এমনই এক আবেগঘন মূহুর্ত।

শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন এক প্রতিকুল পরিবেশে যে সময়ে সামরিক শাসনের প্রকুটি জিয়াউর রহমান বারবার বিধিনিষেধ আরোপ করেছিলো শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের উপর। তিনি যেনো না আসতে পারেন সে জন্য ছলচাতুরী কম করা হয় নি। কিন্তু ছলচাতুরী, বাধাবিপত্তি প্রতিক্ষা করে এমনকি জীবনের ঝুকি নিয়েএ তিনি বাংলাদেশে এসেছিলেন শুধুমাত্র এ দেশের জনগণকে অর্গলমুক্ত করার জন্য। গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য৷ 

আজ ১৭ মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এদিন তাকে বহনকারী উড়োজাহাজটি বিকালে  সাড়ে ৪টায় ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে  তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে নামলে লাখো মানুষ তাকে স্বাগত জানান।

সেই দিনে বিমানবন্দরে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন বর্তমান প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, ‘বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।’

দেশে ফেরার পর দীর্ঘ ৪১ বছরের রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তনের পর শেখ হাসিনার পথ ছিলো কঠিন এবং দুর্গম। নানা ঘাত-প্রতিঘাত মধ্যে তাঁকে যেতে হয়েছে। সকল ঘাত প্রতিঘান অতিক্রম করেই তিনি আজকের এই অবস্থানে আসতে পেরেছে।

তার নেতৃত্বে জাতির পিতার খুনি ও একাত্তরের নরঘাতক যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন এবং রায় কার্যকর হয়েছে। তার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতা, সৃজনশীলতা ও দূরদর্শী নেতৃত্বে এক সময় দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশ অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করত সেই দেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ।

এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আজ (১৭ মে) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭