ওয়ার্ল্ড ইনসাইড

সহিংসতার পর শ্রীলংকায় প্রথম সংসদ অধিবেশন


প্রকাশ: 17/05/2022


Thumbnail

শ্রীলংকায় সহিংসতার পর প্রথমবারের মতো সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি উঠে আসে। 

অধিবেশনে গত সপ্তাহের সহিংসতা, প্রধানমন্ত্রীর পদত্যাগসহ বর্তমান সময়ে পেট্রোল সংকট নিয়েও সতর্ক থাকার কথা জানান নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। 

প্রধানমন্ত্রী বলেন, 'এই মুহূর্তে মাত্র একদিনের পেট্রোল মজুদ রয়েছে। আগামী কয়েকমাস আমাদের জন্য সবচেয়ে কঠিন' 

অধিবেশনে তিনি আরো বলেন, বিদেশ রিজার্ভ শূন্যের কাছাকাছি। ৭৫মিলিয়ন রিজার্ভের বিপরিতে মাত্র ৭.৫ বিলিয়ন ইউএস ডলার নিয়ে সামনের কঠিন দিনগুলো পার কারতে হবে।' 

চলমান সহিংস পরিস্থিতি এবং এর বিভিন্ন প্রভাবসমূহই ছিল সংসদ অভিবেশনে আলোচনার মূল বিষয়। 

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার সরকার ও সাধারণ জনগণের রক্তক্ষয়ী সহিংসতায় ৯ জনের মৃত্যুর খবর জানা পাওয়া যায় এরই সাথে আহতের সংখ্যা প্রায় ৩শতাধিক।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭