ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো জোটের মহড়া শুরু


প্রকাশ: 17/05/2022


Thumbnail

রাশিয়া সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিশাল মহড়া শুরু হয়েছে। এস্তোনিয়ার ভূখণ্ডে শুরু হওয়া এই মহড়ায় আমেরিকা, ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেনসহ ১৪টি দেশ অংশ নিচ্ছে। 

সোমবার (১৬ মে) এই সামরিক মহড়া শুরু হয়। বাল্টিক দেশগুলোর ইতিহাসে এটি অন্যতম বড় সামরিক মহড়া। 

‘হেজহগ’ নামের এ মহড়ায় ন্যাটো জোটের সদস্য এবং তাদের মিত্র ১৪ দেশের ১৫ হাজার সেনা অংশ নিচ্ছে।

ফিনল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, চলতি মহড়ায় সামরিক বাহিনীর সব শাখা অংশ নেবে এবং স্থল, সমুদ্র ও আকাশে মহড়া চালানো হবে। পাশাপাশি সাইবার ওয়ারফেয়ারের মহড়াও চলবে।

রুশ সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে এ মহড়া চলছে। তবে মহড়ার কমান্ডার ও এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ভিকো-ভেলো বলেন, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই।  

ন্যাটো জোটে যোগ দেয়ার বিষয়ে ফিনল্যান্ড ও সুইডেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার একদিন পর এই মহড়া শুরু হলো। সূত্র: পার্সটুডে


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭