টেক ইনসাইড

কর্মীদের বেতন দ্বিগুণ করছে মাইক্রোসফট


প্রকাশ: 18/05/2022


Thumbnail

মাইক্রোসফট কর্মীদের জন্য রয়েছে সুখবর। কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য বাজেট 'প্রায় দ্বিগুণ' করার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা।

কর্মচারীদের ধরে রাখতে এবং মুদ্রাস্ফীতি মোকাবিলায় তাদের সহায়তা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গিকওয়্যারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নাদেলা মাইক্রোসফট কর্মীদের কাছে পাঠানো ইমেইলে জানান, মেধাভিত্তিক বর্ধিত মজুরি বৈশ্বিক বাজেটের দ্বিগুণ করা হবে।

তিনি আরও বলেন, মাইক্রোসফট কর্মীদের ক্যারিয়ারের প্রাথমিক ও মধ্য পর্যায়ে আরও অর্থ বিনিয়োগ করবে।

ইমেইলে এই পদক্ষেপের বিষয়ে জিজ্ঞাসা করা হলে মাইক্রোসফটের একজন মুখপাত্র সিএনবিসিকে বলেন, আমাদের মিশন ও সংস্কৃতির কারণে লোকেরা মাইক্রোসফটে আসে এবং কাজ করে। এর মানে তারা তাদের মনের মতো কাজ খুঁজে পায় এবং তারা যাদের সঙ্গে কাজ করে, সেভাবে তারা পুরস্কৃত হয়।

তিনি বলেন, আমাদের বিশ্বব্যাপী এই বর্ধিত বিনিয়োগ ক্ষতিপূরণে চলমান প্রতিশ্রুতির অংশ। আমাদের কর্মীদের জন্য একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা প্রদান করতে হবে।

মাইক্রোসফট ৬৭ এবং নিচের স্তরের কর্মীদের জন্য বার্ষিক স্টক রেঞ্জ কমপক্ষে ২৫ শতাংশ বাড়াচ্ছে বলে নিশ্চিত করেছে ব্লুমবার্গ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭