ইনসাইড গ্রাউন্ড

মুশফিক-লিটনে ভর করে লিডের পথে বাংলাদেশ


প্রকাশ: 18/05/2022


Thumbnail

দুর্দান্ত শুরুর পর সেঞ্চুরি, তবে পানি শূন্যতার কারণে হাতের পেশিতে টান লাগায় খেলার মাঝেই বিরতিতে যান তামিম ইকবাল। তামিমের বিরতিতে মাঠে নামেম লিটন কুমার দাস। বাংলাদেশ দলের গত এক বছরের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার লিটনকে নিয়ে  মুশফিকের শুরুটা এখন বাংলাদেশ দলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে লিডের আশা যোগাচ্ছে। 

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ শেষ করে ৩ উইকেটে ৩১৮ রানে। মুশফিক অপরাজিত ছিলেন ১৩৪ বলে ৫৩ করে। লিটনের সংগ্রহ ছিলো ১১৪ বলে ৫৪। ৭৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশর সংগ্রহ ৩ উইকেটেই ৩৬৩ রান। মুশফিক ও লিটন অপরাজিত আছেন ৭২ ও ৭৯ রানে। 

চতুর্থ দিনের খেলায় সর্বশেষ ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪৫ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩৯৭ রান থেকে আর মাত্র ৩৪ রানে পিছিয়ে বাংলাদেশ। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭