ক্লাব ইনসাইড

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু


প্রকাশ: 18/05/2022


Thumbnail

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। মঙ্গলবার (১৭ ) মে দুপুরে সাভারের আশুলিয়ায় ইউনিভার্সিটির সেমিনার হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তাদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ, ই-কমার্স ডেভলপমেন্ট সেন্টারের (ইডিসি) সভাপতি কাকলী তালুকদার ও সহসভাপতি নিগার ফাতেমা। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বলেন, ই-কমার্সের অন্যতম প্রধান বিষয় হলো ক্রেতাদের আস্থা অর্জন করা এবং এর ধারাবাহিকতা রক্ষা করা। আমাদের দুর্ভাগ্য, বহু উদ্যোক্তাই প্রথমদিকে ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলেও ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না। ফলে তারা মুখ থুবড়ে পড়েন।
 
রাজীব আহমেদ বলেন, উদ্যোক্তারা পণ্য উৎপাদনকারী ও ক্রেতার মধ্যে সেতুবন্ধন স্থাপন করেন। সেক্ষেত্রে দুটো পক্ষকেই পরস্পরের প্রতি আস্থাশীল হওয়ার বিকল্প নেই। অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন রাজীব আহমেদ। 
  
কাকলী তালুকদার ও সহসভাপতি নিগার ফাতেমা ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের সম্ভাবনা নিয়ে কথা বলেন। সফল উদ্যোক্তা হিসেবে এরই মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন তারা। 

স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবের সমন্বয়কারী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আবু মো. আবদুল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবের সভাপতি মিফতাউল জান্নাতি সিনথিয়া। তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী। অনুষ্ঠানে ই-কমার্স ক্লাবের উপদেষ্টা সাজেদ ফাতেমী ও আতিকুজ্জামান লিমনসহ ক্লাব কমিটির সদস্য ও ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭