ইনসাইড গ্রাউন্ড

ম্যাচের শেষ দিনে সারাদিন ব্যাট করতে চায় শ্রীলঙ্কা


প্রকাশ: 19/05/2022


Thumbnail

আপাতদৃষ্টিতে মনেই হচ্ছে চট্টগ্রাম টেস্ট ড্রয়ের দিকে গড়াচ্ছে। তবে বাংলাদেশের যে একেবারে জয়ের সুযোগ নেই তা বললে ভুল হবে। এই অবস্থায় চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। বুধবার (১৮ মে) দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩৯ রান করে দিন শেষ করেছে সফরকারীরা। 

বৃহস্পতিবার (১৯ মে) ম্যাচের পঞ্চম ও শেষ দিনে আবার ব্যাটিংয়ে নামবেন তারা। এই দিনে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য না দিতে পারলেও তাদের পুরো দিন কাটাতে হবে।

এই ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী শ্রীলঙ্কান পেসার রাজিথা। চতুর্থ দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ আজ ও গতকাল খুব ভালো খেলেছে। আমাদের ভালো সুযোগ আছে কাল সারাদিন খেলার। ’

‘ব্যাটারদের জন্য উইকেট খুব ভালো ছিল। চতুর্থ দিনে এসে এখন কিছুটা টার্ন দেখা যাচ্ছে। আমার মনে হয় কালও ভালো টার্ন থাকবে। আমাদের ব্যাটাররা খুব ভালো। আমার মনে হয় আমরা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারবো।’

এই টেস্টে অবশ্য খেলারই কথা ছিল না রাজিথার, শুরুতে ছিলেন না একাদশেও। বিশ্ব ফার্নান্দো মাথায় আঘাত পান ব্যাটিংয়ের সময়। এরপর তার কনকাশন সাব হিসেবে মাঠে নামেন তিনি। নেমেই বাজিমাত করেছেন রাজিথা। নিয়েছেন চার উইকেট।  

তার এমন বোলিংয়ের রহস্য কী? রাজিথা বলেছেন, ‘আমি নিজেও এই সুযোগ পেয়ে চমকে গেছি। এটা ব্যাটিং উইকেট ছিল। আমি শুধু স্বাভাবিক লাইন ও লেন্থ ধরে রেখেছি আর এটা কাজ করেছে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭