ওয়ার্ল্ড ইনসাইড

মারিওপোলে আত্মসমর্পণ করছে ইউক্রেনের সেনারা: রাশিয়া


প্রকাশ: 19/05/2022


Thumbnail

রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে টানা ৮২ দিন মারিওপোলের আজভস্তাল কারখানা কমপ্লেক্সে প্রতিরোধ ধরে রেখেছিল ইউক্রেনীয় সেনারা। তবে শেষ পর্যন্ত তার রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। 

সোমবার (১৬ মে) থেকে ইউক্রেনীয় সেনারা কারখানাটি থেকে বেরিয়ে আসতে শুরু করে। 

মারিওপোলের অন্য সব জায়গা রাশিয়ার সেনাবাহিনীর হাতে চলে যাওয়ার পর এটাই ছিলো ইউক্রেনীয় বাহিনীর সর্বশেষ ঘাটি। তবে রুশ বাহিনীর লাগাতার অবরোধের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হল ইউক্রেনীয় বাহিনী। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করে, গত সোমবার থেকে প্রায় ১ হাজার ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭