ওয়ার্ল্ড ইনসাইড

যৌথভাবে সামরিক সরঞ্জাম ক্রয়ে একমত ফিনল্যান্ড ও সুইডেন


প্রকাশ: 19/05/2022


Thumbnail

হালকা বহনযোগ্য  আগ্নেয়াস্ত্র এবং ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র একসাথে কেনার বিষয়ে একমত হয়েছে ফিনল্যান্ড এবং সুইডেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর নর্ডিক দেশদুটি নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ন্যাটো জোটে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণার পর একসাথে সামরিক অস্ত্র কেনার এই ঘোষণা দিলো। 

বুধবার (১৮ মে) ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক অস্ত্র কেনার এই ঘোষণা দেয়। 

ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্টি কাইকোনেন বলেন, “সাব ডায়নামিক্স সিস্টেমের সহযোগী সুইডেন ও ফিনল্যান্ড সুইডিশ অস্ত্র প্রস্তুতকারক এই সংস্থা থেকে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অস্ত্র কেনার জন্য একটি চুক্তি সাক্ষর করেছে। যা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী আন্টি কাইকোনেন ব্যক্তিগত সুরক্ষার জন্য অ্যাসল্ট রাইফেল, শটগান এবং অস্ত্র সহ ছোট ফায়ার অস্ত্রের যৌথ ক্রয়ের প্রস্তুতির অনুমোদন দিয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করতে প্ররোচিত করে।
অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্রের চুক্তিটি ক্ষেপণাস্ত্র, রিকয়েললেস রাইফেল, গোলাবারুদ এবং অন্যান্য সম্পর্কিত সরঞ্জাম ক্রয় করতে সহযোগিতা করবে তবে পৃথক বিনিয়োগের সিদ্ধান্ত এখনও মুলতুবি রয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭