ইনসাইড গ্রাউন্ড

ড্রয়েই শেষ চট্টগ্রাম টেস্ট


প্রকাশ: 19/05/2022


Thumbnail

নিষ্প্রাণ ড্রতেই শেষ হলো চট্টগ্রাম টেস্ট। পঞ্চম দিনে শুরুটা ধামাকা দার হলেও দ্রুত ৪ উইকেট পতনের পর চান্দিমাল ও ডিকভেলার দৃঢ়চেতা ব্যাটিংয়ে ফ্লাট উইকেটেও লঙ্কানদের আর বিপদে ফেলতে পারেনি টাইগাররা।  শেষ দিনের শেষ বিকেলেও কোনো ঝুঁকি নিতে রাজি না হওয়া শ্রীলঙ্কার সাথে তাই সময় ক্ষেপণ না করেই ড্র মেনে নেয় বাংলাদেশ দল। 

ফলে দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৯০ ওভারে ৬ উইকেটে ২৬০ রান তোলার পর ড্র হয় চট্টগ্রাম টেস্ট। প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ৪৬৫ রান করে বাংলাদেশ।

তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বাংলাদেশ দল নাটকীয়তার আশা জাগিয়েছিল। কিন্তু সব সম্ভাবনা মিইয়ে দিয়েছেন শ্রীলঙ্কার দুই ব্যাটার দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলা। এ দুজনের ব্যাটেই নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে টেস্টটি।

১৬১ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া লঙ্কানদের বাঁচিয়েছে এই জুটি। ৩৩.৫ ওভার খেলে তারা যোগ করেন ৯৯ রান।

বিস্তারিত আসছে...


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭