ওয়ার্ল্ড ইনসাইড

খুনের মামলায় এক বছরের কারাদন্ড সিধুর


প্রকাশ: 19/05/2022


Thumbnail

খুনের মামলায় এক বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তিন দশক পুরোনো এই মামলায় বৃহস্পতিবার (১৯মে) ভারতের সর্বোচ্চ আদালত এই রায় দেয়। 


১৯৮৮ সালে ২৭ ডিসেম্বর রাতে পাঞ্জাবের পাটিয়ালায় গাড়ি পার্কিং নিয়ে গুরনাম সিং নামের ৬৫ বছরের এক বৃদ্ধের সঙ্গে সিধু ও তাঁর বন্ধুর বচসা হয়। এর একপর্যায়ে হাতাহাতিতে ওই বৃদ্ধ আহত হন ও পরে মারা যান বলে অভিযোগ ওঠে। 


ওই মামলায় নিম্ন আদালতে সিধু মুক্তি পান। পরে ২০০৬ সালে পাঞ্জাব–হরিয়ানা হাইকোর্টের রায়ে অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। তিন বছরের সাজা হয়। পরের বছর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন সিধু।  


২০১৮ সালে হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্ট। সিধুকে এক হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু রায় পুনর্বিবেচনার আবেদন করেন নিহত গুরনাম সিংয়ের পরিবার। গঠন করা হয় সুপ্রিম কোর্টের রিভিউ বেঞ্চ। তাতে সিধুকে এক বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হলো। 


রায়ের পর বৃহস্পতিবার (১৯মে) এক টুইট বার্তায় সিধু লিখেছেন, ‘আমি আদালতের কাছে আত্মসমর্পণ করব।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭