ইনসাইড বাংলাদেশ

‘শ্রীলঙ্কার কথা বলে বিশৃঙ্খলা করার জন্য দেশে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে’


প্রকাশ: 19/05/2022


Thumbnail

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শ্রীলঙ্কার কথা বলে বিশৃঙ্খলা করতে দেশে আতঙ্ক সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেউ যাতে দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ মে) থেকে দেশব্যাপী নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২২’র উদ্বোধন আনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সারাবিশ্ব টালমাটাল। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। দায়িত্বহীন মানুষরা দেশ চালিয়েছিলেন বলে আমরা নিরাপত্তা দিতে পারিনি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালাচ্ছেন বলে নিরাপত্তা দিতে পারছি। এ সময় সড়ক, রেলপথ, নৌপথ ও আকাশ পথে বিমান চলাচলের ক্ষেত্রে উন্নয়ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আরো বাজেট আসবে। সেগুলো বাস্তবায়ন করতে হবে।

‘প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ নিরাপত্তায় রাখবে অবদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। ঢাকার সদরঘাট নৌবন্দরে এমভি সুন্দরবন-১০ লঞ্চে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২২ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সংসদ সদস্য এস এম শাহজাদা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭