কালার ইনসাইড

বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়


প্রকাশ: 20/05/2022


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টায় প্রকাশিত ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে বঙ্গবন্ধুর পুরো জীবনের এক ঝলক। 'মুজিব' বায়োপিকের ট্রেলারটি ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে উন্মুক্ত করা হয়েছে।

৪০ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই ছবিটির ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় সমালোচোনার ঝড়। অনেকেই বলছেন বাজেটের তুলনায় ছবির মান খারাপ। আবার অনেকেই বলছেন  ছবির ভিএফক্সয়ের কাজ নিম্ন মানের। অন্যদিকে বঙ্গবন্ধুর চরিত্রে নায়ক আরেফিন শুভকে বেমানান লাগছে বলে অনেকেই মন্তব্য জানিয়েছেন।



ছবিটির ট্রেলার প্রকাশের নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ার তার ফেসবুকে লিখেন, রোহিত শেঠী'র বাংলা সিনেমার ট্রেইলার দেখলাম।

অন্যদিকে বেশ হতাশা নিয়ে নির্মাতা ও অভিনেতা সহিদ উন নবী তার ফেসবুকে লিখেছেন, এই রকম মামুলি এ্যারেঞ্জমেন্ট এত বিগ বাজেটের ছবিতে?এর চেয়ে তো ইন্ডিয়ান কম বাজেটের ছবিতে ভালো এ্যারেঞ্জমেন্ট থাকে।এটা কি অনুদানের সিনেমা? বাঙালীর অহংকার শেখ মুজিব। ট্রেইলার টা মন ভরে নাই।

শুধু নির্মাতা, অভিনেতাই নয় বাংলা চলচ্চিত্রের অনেক গ্রুপেই এনিয়ে চলছে নানা রকমের সমালোচনা। এই সব গ্রুপে অনেকেই জানাচ্ছেন তাদের নানা মতামত। একজন লিখেছেন, বঙ্গবন্ধুর বায়োপিকে আরেফিন শুভোর পরিবর্তে আহমেদ রোবেল কে লিড ক্যারেক্টর এ নিলে ভালো হতো। আহমেদ রোবেল এর ভয়েস, এটিটিউট, বয়স আউট লুকিং সব ই পার্ফেক্ট মানান সই হতো। যে কোন গুরুত্বপূর্ণ রোল প্লে করতে আহমেদ রোবেল সব সময় সেরা।

আবু মুসা নামে একজন লিখেছেন, ট্রেলার দেখে মনে হলো অনেক তাড়াহুড়ো করে সিনেমাটা বানিয়েছে!এর আগে শুভর একটা এই সিনেমার লিক ফটো ভাইরাল হয়েছিলো যেটা সবাই প্রসংশা ও করেছিলো,,কিন্তু ট্রেইলারে এই অবস্থা কেন?☹️
নাকি ১০০কোটি বাজেট কম হয়ে গেছে,,আমার কাছে এটাকে ১০০কোটির সিনেমা মনেই হচ্ছে না,,,কার্টুন কার্টুন ভিএফএক্স।
আর হ্যাঁ বাংলাদেশ ভারত ভাই ভাই।

মানিক চন্দ্র সরকার নামে একজন লিখেছেন, আমি বিশ্বাস করি এর থেকে ভালো ভাবে বানাতে পারতেন আমাদের মোস্তফা সরয়ার ফারুকী স্যার।

জুবায়ের ইবনে কামাল নামে একজন লিখেছেন, গত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনের উপর নির্মিত চলচ্চিত্র ‘মুজিবঃ একটি জাতির রূপকার’ ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি। পরিচালক ভারতীয়। অথচ ট্রেলার দেখে হাসবো না কাঁদবো তা বোঝা দায়। প্রস্থেটিক আর ভিএফএক্সের এহেন অবস্থা শেষ দেখেছিলাম দুঃস্বপ্নে। ইন্টারনেটে খুবই নিচু মানের কিছু এনিমেশনের স্টক ফুটেজ পাওয়া যায়। এখানকার ভিএফএক্সগুলো সেরকম মনে হলো। আরেফিন শুভর চেহারার দিকে মনযোগ দেয়া হলেও, তার কণ্ঠের যে ডাবিং শুনতে পাওয়া গেলো সেখানে কতটুকু মনযোগ দেয়া হয়েছে তা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন। ট্রেলারটি কোন ভাবেই আশা জাগানিয়া নয়।

অথচ ছবিটা তৈরি করেছে শ্যাম বেনেগাল। একটা সিনেমা বানানো হলো, তাও ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্রকে নিয়ে। অথচ ছবিটা করতে হলো যৌথ প্রযোজনায়। কেন? ফিল্মের পরিচালককে নিতে হলো শ্যাম বেনেগালকেই, কেন? এই প্রশ্নগুলো অনেক আগে থেকেই উঠে এসেছে। কিন্তু এইরকম ট্রেলার কেন? এই প্রশ্ন কাকে করবো? আমি বরং বাংলাদেশ আর্মির একটা বিজ্ঞাপন দেখছিলাম। মেজবাউর রহমান সুমনের বানানো টেলিভিশন বিজ্ঞাপনটির রঙ বিন্যাস, একটি শট থেকে আরেকটি শটে যাবার ট্রাঞ্জিশন, শট ডিভিশন এত দারুণ। আপনি যদি পর পর বাংলাদেশ আর্মির বিজ্ঞাপনটি দেখেন এবং মুজিব সিনেমার ট্রেলারটি দেখেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন কোনটার বাজেট বেশি আর কোনটা কোন স্তরে। যাচ্ছেতাই অবস্থা।




শ্যাম বেনেগাল নির্মিত 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭