ওয়ার্ল্ড ইনসাইড

বিরোধীপক্ষে ভোট পিটিআইএর, ২৫ সদস্যের আসন শূন্য


প্রকাশ: 20/05/2022


Thumbnail

 
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুখ্যমন্ত্রী নির্বাচনে মুসলিম লীগ নেতা হামজা শাহবাজকে ভোট দেওয়ায় তেহরিক–ই–ইনসাফের ২৫ সদস্যের আসন শূন্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। শুক্রবার (২০ মে) তাদের আসন শূন্য ঘোষণা করা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, গত ১৬ এপ্রিল পাঞ্জাবের মূখ্যমন্ত্রী নির্বাচনে ৩৭১ সদস্যের আইনসভায় পাকিস্তান মুসলিম লিগের হামজা শাহবাজ ১৯৭ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৮৬ ভোট। ফলে ইমরান খানের দলের ভোটে এগিয়ে যায় হামজা শাহবাজ। 

হামজা শাহবাজকে পিটিআইয়ের ২৫ আইনপ্রণেতার ভোট দেওয়ার ঘটনায় পাকিস্তানের সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের ৬৩–এ অনুচ্ছেদের প্রেসিডেনশিয়াল রেফারেন্সের ব্যাখ্যা চাওয়া হয়। ব্যাখ্যায় আদালত জানায়, দলের নির্দেশনার বাইরে গিয়ে ভোট দিলে তা গণনা হবে না। এমন ভোট দিলে তা দল থেকে পদত্যাগের ঘোষণা হিসেবে ধরা হবে।  

সুপ্রিম কোর্টের ব্যাখ্যার পরই পাকিস্তানের নির্বাচন কমিশন শুক্রবার (২০ মে) ওই ২৫ আইনপ্রণেতার আসন শূন্য ঘোষণা করল। এই ঘোষণার ফলে প্রাদেশিক আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালেন মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ।

পিটিআই নেতা আসাদ উমর বলেন, আজ ষড়যন্ত্রের আরেকটি অধ্যায় প্রকাশ পেয়েছে। তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন । আইনসভায় নতুন নির্বাচনের দাবিও জানান তিনি। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭