ওয়ার্ল্ড ইনসাইড

প্রবল ঝড়ে বিহারে মৃত্যু ৩৩ জনের


প্রকাশ: 22/05/2022


Thumbnail

প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিহার রাজ্যের ১৬ জেলা। এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর জানা গেছে। মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। 

শুক্রবার (২০মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুঃখপ্রকাশ করে বলেন, ‘বিহারের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত ও প্রবল ঝড়-বৃষ্টিতে বহু লোকের মৃত্যু হয়েছে। যা দেখে আমি গভীরভাবে দুঃখিত। সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।’ সূত্রঃ এনডিটিভি


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭