ইনসাইড গ্রাউন্ড

এক পয়েন্টের আক্ষেপে পুড়লো লিভারপুল, শেষ হাসি সিটির মুখেই


প্রকাশ: 23/05/2022


Thumbnail

কি অসাধারণ এক রাত দেখলো ফুটবল বিশ্ব। উত্তেজনা, ভয়ের পর শঙ্কা, মিনিট শেষে কারো জয় আর কারো বা একটুর আক্ষেপ। শেষ হলো দীর্ঘ ৯ মাসের এক যুদ্ধ। আর যুদ্ধ শেষে শেষ হাসিটা যে হাসলো সিটিজেনরাই। আর কাল রাত আবারো প্রমাণ করলো ইংলিশ ফুটবলের মাহাত্ম্য, প্রমাণ করলো তাদের মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখ না থাকতে পারে কিন্তু তাদের আছে পুরো মৌসুম জুড়ে মানুষকে উত্তেজিত করে রাখার মত হাজারো উপাদান। 

ইতিহাদ স্টেডিয়ামে রবিবারের খেলায় অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সিটি। আর ওলভসকে ৩-১ গোলে হারিয়েও এক পয়েন্টের আক্ষেপে পুড়তে হলো লিভারপুল সমর্থকদের। 
এক ম্যাচে, নির্দিষ্ট করে বললে শেষ ৪৫ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ে এতদিনের সব চেষ্টা তখন বিফলে যাওয়ার শঙ্কায় ছিলো ম্যানচেস্টার সিটি। অন্যদিকে একটি গোলের অপেক্ষায় লিভারপুল। তবে পাঁচ মিনিটের নাটকীয়তা, বদলে গেল সব। ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক মহাকাব্য লিখলো সিটিজেনরা, জয় তুলে নিয়ে উৎসবে মাতল পেপ গুয়ার্দিওলার দল।

ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকার পর ইলকাই গিনদোয়ানের নৈপুণ্যে ব্যবধান কমায় তারা। পরক্ষণে সমতা টানেন রদ্রি। এর পরপরই গিনদোয়ানের দ্বিতীয় গোলে শিরোপা ধরে রাখা নিশ্চিত হয় সিটির।

আরেক ম্যাচে, অ্যানফিল্ডে একই সময়ে শুরু হওয়া ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণ আক্রমণাত্মক ফুটবলে দ্রুতই ঘুরে দাঁড়ায় লিভারপুল। অনেক অপেক্ষার শেষ দিকে জয়সূচক গোলের দেখাও পায় তারা; কিন্তু ৩-১ গোলে জয়ের পরও আরও একবার শিরোপার হাতছোঁয়া দূরত্ব থেকেই খালি হাতে ফিরতে হলো তাদের।

৩৮ ম্যাচে ২৯ জয় ও ৬ ড্রয়ে ৯৩ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল ম্যানচেস্টার সিটি। ২৮ জয় ও আট ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৯২। এক পয়েন্টের আক্ষেপ নিয়ে লিভারপুলের আরেক মৌসুমের অপেক্ষা। যদিও এখন লিভারপুলের চোখ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭