ইনসাইড গ্রাউন্ড

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশ: 23/05/2022


Thumbnail

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। টস জিতে বাংলাদেশ দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মিরপুরের উইকেটে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দুইবার ভাবেননি বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে ঢাকা টেস্ট। আর গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করাকেই সমীচীন মনে করেছেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেছেন, মিরপুরের স্পিনবান্ধব উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা খুব কঠিন হয়ে যায়। সেজন্য আগে ব্যাটিং করাটাকেই শ্রেয় মনে করেছেন বাংলাদেশ অধিনায়ক। 

এর আগে ২০১৪ সালে দুই দল মুখোমুখি হয়েও রানের বন্যা বইয়েছিল। প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছিল লঙ্কানরা, বাংলাদেশ থামে ৪২৬ রানে। সফরকারীরা এরপর ৪ উইকেটে ৩০৫ রানে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ ৩ উইকেটে ২৭১ রান করলে নিষ্ফলা ড্র দিয়েই শেষ হয় ম্যাচ।

এ দুই ম্যাচের প্রথমটিতে টুইন টন তথা জোড়া সেঞ্চুরি হাঁকান কুমারা সাঙ্গাকারা। প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ৩১৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান। আর দ্বিতীয়টিতে টুইন টন আসে মুমিনুল হকের ব্যাট থেকে। তিনি প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে আউট হন ১০৫ রান করে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭