ইনসাইড বাংলাদেশ

‘যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততদিন পথ হারাবে না বাংলাদেশ’


প্রকাশ: 23/05/2022


Thumbnail

যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততদিন বাংলাদেশ পথ হারাবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘জিয়াউর রহমান তরুণ-যুবকদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়েছিলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের হাতে তুলে দিয়েছেন কম্পিউটার এবং ইন্টারনেট। যে ইন্টারনেটের মাধ্যমে তরুণ-যুবকরা সারা বিশ্বে বিচরণ করতে পারছে।  

সোমবার (২৩ মে) দুপুরে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র মেরিন ওয়ার্কশপ চত্বরে নবনির্মিত ড্রেজার বেইজ ভবনের উদ্বোধনী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার চারপাশের প্রায় ৯০ ভাগ নদী দখল ও দূষণমুক্ত করা হয়েছে। আগামী দিনে বরিশালের নদী দখল ও দূষণমুক্ত করা হবে। নদীকে শাসন না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নদী সংস্কার করতে ডেল্টা প্ল্যান করেছে সরকার। ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠন করা হয়েছে টাস্কফোর্স। এটাই শেখ হাসিনার দিন বদলের সনদ।’ 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণসহ ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মেটাতে বরিশাল সারাদেশে ১১টি ড্রেজার বেইজ স্থাপন করা হয়েছে। যার মধ্যে বরিশালে ৬ তলা বিশিষ্ট একটি ভবন এবং ৫ তলা বিশিষ্ট একটি ডরমেটরি নির্মাণ করা হয়েছে।’ 

বরিশাল ড্রেজার বেইজের আওতায় ২০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি থাকবে। এই প্রকল্পে মোট ২৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয় হয়েছে। এখান থেকেই বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা এলাকার নৌপথ খনন এবং তদারকি করা হবে। 

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, চেম্বার সভাপতি ও লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭