ইনসাইড গ্রাউন্ড

ঢাকা টেস্টে ২য় দিন শেষে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা


প্রকাশ: 24/05/2022


Thumbnail

দিনের শুরুর অংশে পুরোটা জুড়েই ছিলেন মুশফিকুর রহিম। দিনের দ্বিতীয় সেশনের শুরুতে ইবাদতের রানআউটের মধ্যদিয়ে বাংলাদেশ ব্যাটিং শেষ করে ৩৬৫ রানে। তবে শ্রীলঙ্কার ইনিংস শুরু হতেই ধীরে ধীরে বদলে গেছে সবকিছু। দ্বিতীয় সেশনে ব্যাটিং এ নেমে দুই অপেনার ওশাদা ফার্নান্দো এবং দিমুথ করুণারত্নে ৯৫ রানের জুটি গড়েন। ওশাদা তুলে নিয়েছেন ক্যারিয়ারে পঞ্চম অর্ধশতক।

তবে তৃতীয় সেশনের চতুর্থ ওভারে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে  ইবাদতের শিকার হন ওশাদা ফার্নান্দো। দুই ব্যাটারের ৯৫ রানের উদ্বোধনী জুটিতে ১৪৩ রানে দিনশেষ করেছে শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে টাইগারদের চেয়ে ২২২ রানে পিছিয়ে আছে লঙ্কানরা।  

দ্বিতীয় সেশনে ৪৯ বলে ৩১ রানে অপরাজিত থাকা দিমুথ করুণারত্নে তৃতীয় সেশনে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি। নিজের ইনিংসের ৮৪তম বলে এই ফিফটি তুলে নেন করুণারত্নে। দিনশেষে ১২৭ বলে ৭০ রান করে অপরাজিত আছেন তিনি। 

দলীয় ৯৫ রানে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কা দ্বিতীয় উইকেট হারায় ১৩৯ রানে। তিনে নামা কুশল মেন্ডিসকে সাথে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন অধিনায়ক করুণারত্নে। ব্যক্তিগত ১১ রানে ফেরেন কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১৪৩ রানে দিন শেষ করে শ্রীলঙ্কা। 

চা বিরতির পর ২৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান করেছে শ্রীলঙ্কা। আউট হয়ে সাজঘরে ফেরেন ওশাদা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস।

এর আগে, দিনের প্রথম সেশনের অষ্টম ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাস। ক্যারিয়ার সেরা ১৪১ রানে আউট হন তিনি। একই ওভারে সাজঘরের পথ ধরেন ৩২ মাস পর সাদা পোশাকে খেলার সুযোগ পাওয়া মোসাদ্দেক।  

লঙ্কানদের জোড়া আঘাতের পর তাইজুলকে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করেন মুশফিক। তাইজুলের সাথে গড়ে তোলেন ৪৯ রানের জুটি। তাইজুলের বিদায়ের পরপরই ফেরেন খালেদ আহমেদও। টানা দুই ব্যাটারের বিদায়ের পর ইবাদতকে নিয়ে দলের রান বাড়ানোর শেষ চেষ্টাটা করেন মুশফিক।

ইবাদতকে সাথে নিয়ে স্কোরবোর্ডের ৫৬ বলে ১৬ রান যোগ করেন মুশফিকুর রহিম। জুটির সব রানই এসেছিল মিস্টার ডিপেন্ডাবলের ব্যাট থেকে। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ইবাদত রান আউটের শিকার হলে ৩৬৫ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

বাংলাদেশের হয়ে ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো দেড়শ রানের বেশি করেছেন মুশফিক। এছাড়াও লিটনের ব্যাট থেকে আসে ১৪১ রান আর তাইজুল করেন ১৫ রান। বাংলাদেশের হয়ে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছিলেন। বাকি আট ব্যাটারের ছয়জনই ফিরেছেন শূন্য রানে।

শ্রীলঙ্কার হয়ে স্পিনাররা শিকার করতে পারেননি কোনো উইকেট। দুই পেসার কাসুন রাজিথা এবং আসিথা ফার্নান্দো শিকার করেন নয় উইকেট। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন কাসুন রাজিথা। ঢাকায় ৬৪ রানে ৫ উইকেট শিকার করেন। এটাই তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭