ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েল সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: 24/05/2022


Thumbnail

ইসরায়েল সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। ১৫ বছরের মধ্যে এই প্রথম কোন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলে যাচ্ছেন।

সংবাদমাধ্যমে জানা যায়, চলতি সপ্তাহেই এই সফর হওয়ার কথা রয়েছে। সফরে ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ফাতিহ দনমেজ ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের সাথে বৈঠক করবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এসময় তার সাথে ফিলিস্তিনি কর্মকর্তারাও থাকবেন।

সফরে জ্বালানি বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে। তবে অনেকের কাছেই এই সফর ও বৈঠক ইসরায়েল-তুরস্ক সম্পর্ক জোড়ালো হওয়ার একটি ইঙ্গিত।

২০১৮ সালে ফিলিস্তিনিদের ওপর হামলা ও নিপীড়ন চালানোর প্রেক্ষিতে ইসরায়েলের সাথে তুরস্কের যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়, এবার সেই সম্পর্ক পুনরায় স্থাপনের সম্ভাবনা দেখছেন অনেকেই। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭