ইনসাইড গ্রাউন্ড

চতুর্থ দিনের দারুণ শুরু শ্রীলঙ্কার


প্রকাশ: 26/05/2022


Thumbnail

দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে ভড় করে চতুর্থ দিনের দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান করে ফেলেছে তারা। সেঞ্চুরির পথে এগোচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। অন্যদিকে আরেক সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল পৌঁছে গেছেন হাফসেঞ্চুরির কাছাকাছি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৫২ রান। বাংলাদেশের করা ৩৬৫ রান ছাপিয়ে যেতে তাদের প্রয়োজন আর মাত্র ১৩ রান। ম্যাথিউজ ৮৮ ও চান্দিমাল ৫০ রানে অপরাজিত রয়েছেন।

আগেরদিন ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা নষ্ট হওয়ায়, আজ ত্রিশ মিনিট আগে শুরু হয়েছে খেলা। দিনের প্রথম বলটিই পায়ের ওপর করেন এবাদত হোসেন। যেখান থেকে দুই রান নিয়ে নেন চান্দিমাল।

এমন শুরুর আর তেমনভাবে দুই অভিজ্ঞ লঙ্কানের ওপর চাপ প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের বলে বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও উইকেট তোলার মতো বোলিং করতে পারেননি তারা। ফলে অনায়াসেইকেটেছে লঙ্কানদের প্রথম ঘণ্টা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭