ওয়ার্ল্ড ইনসাইড

কাশ্মীরে সন্ত্রাসীদের হাতে নারী টিকটকার খুন


প্রকাশ: 26/05/2022


Thumbnail

জম্মু-কাশ্মীরের ৩৫ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এনডিটিভির খবরে জানানো হয়, ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমের একজন তারকা। 

বুধবার (২৫মে) জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নারীর নাম আমরিন ভাট। হামলায় ফারহান জুবায়ের নামের তার ১০ বছর বয়সী ভাতিজা আহত হয়েছে।

নিহত আমরিন টিকটক তারকা ছিলেন। তিনি টেলিভিশন তারকাও ছিলেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

স্থানীয় পুলিশের ভাষ্য, পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার (এলইটি) সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। হামলার পর এলাকাটি ঘিরে রাখে পুলিশ। তারা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। 

কাশ্মীরের পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আমরিনের বাড়িতে তাঁর ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭