ইনসাইড এডুকেশন

দাখিল পরীক্ষার ফরম পূরণে সময় বাড়ল


প্রকাশ: 26/05/2022


Thumbnail

চলতি বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ৩০ মে পর্যন্ত শিক্ষার্থীরা ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন।

বুধবার (২৫ মে) রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন।

অফিস আদেশে বলা হয়, দাখিল পরীক্ষা-২০২২ এর পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ (বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে) অনলাইনে ফরম পূরণের সময়সীমা ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হলো। 

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি প্রদানের শেষ তারিখ ৩১মে এবং চূড়ান্তকরণের শেষ সময় ১ জুন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছর দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুলাই, চলবে ১৯ জুলাই পর্যন্ত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭