কালার ইনসাইড

‘কেজিএফ–২’ কাল থেকে বাংলাদেশেও দেখা যাবে


প্রকাশ: 26/05/2022


Thumbnail

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার নামটি শুনেনি কিংবা এখনো ছবিটি দেখেই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর।  কন্নড় ভাষায় নির্মিত এই সিনেমাটি গোটা বিশ্বে সুনামি ফেলে দিয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করছে এটি। ‘কেজিএফ–২’ মুক্তির ৪১ দিন পার হয়ে গেছে। ইতোমধ্যে ১ হাজার ২২৭ কোটি রুপির মেগাক্লাবে প্রবেশ করেছে ছবিটি।

বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে কন্নড় ছবিটি। ভারতে ছবিটি দুর্দান্ত ব্যবসা করেছে আগেই। তবে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কানাডাতেও এই প্যান ইন্ডিয়া ছবি এখনো দারুণ ব্যবসা করছে। কানাডা তেলেগু মুভিজের সঙ্গে হাত মিলিয়ে মাইশোর স্টুডিও হাউস কানাডা ‘কেজিএফ–চ্যাপ্টার২’ মুক্তি পেয়েছে দেশটিতে। মুক্তির পর একের পর এক রেকর্ড ভেঙেছে ছবিটি। কানাডার প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি দিন ধরে চলেছে প্রশান্ত নীলের ছবিটি। ‘কেজিএফ –২’ প্রথম ছবি, যা কানাডাতে একাধিক শো পেয়েছে। দেশটিতে বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়া প্রথম ছবিও এটি। এখানেই শেষ নয়, উত্তর আমেরিকার দেশটিতে সবচেয়ে বেশি আয় করা কন্নড় ছবির রেকর্ডও গড়েছে ‘কেজিএফ–২’।


কেবল সাধারণ দর্শকদের প্রশংসাই নয় ‘কেজিএফ–২’র প্রশংসা ঝরে পড়ছে বড় পরিচালকদের কণ্ঠেও। সম্প্রতি প্রখ্যাত তামিল পরিচালক শঙ্কর টুইট করে এই ছবির প্রশংসা করে লিখেছেন, ‘একটা ছবি তখনই সফলতা পায়, যখন সব ভাষা আর দেশের হাজারো প্রতিবন্ধকতা পার করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। আর “কেজিএফ–২” তারই নিদর্শন। কানাডার বুকে একাধিক রেকর্ড করেছে ছবিটি।’

বিশ্বের অনেক দেশে মুক্তি পেলেও বাংলাদেশি দর্শকদের সুযোগ ছিল না ‘কেজিএফ–২’ দেখার। তবে দেশের দর্শকদের অপেক্ষা ফুরাচ্ছে এবার। কাল ২৭ মে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে যশ অভিনীত ছবিটি। ‘কেজিএফ–২ ’–তে আরও অভিনয় করেছেন শ্রীনীধি শেট্টি, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজসহ অনেকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭