ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে বাণিজ্য ঘাটতি, অর্থনীতি নিম্নমূখী


প্রকাশ: 27/05/2022


Thumbnail

যুক্তরাষ্ট্রের অর্থনীতির সংকোচন হয়েছে। চলতি বছরের জানুয়ারি-মার্চে যুক্তরাষ্ট্রের জিডিপি কমেছে। যদিও দেশটিতে ভোক্তা ও ব্যবসায়ীদের ব্যয় স্বাভাবিক গতিতে চলছে এবং মন্দা নিয়েও কোনো আশঙ্কা নেই। সূত্র: আল-জাজিরা

সংবাদমাধ্যমে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতির কারণে এমন অবস্থা তৈরি হয়েছে। সম্প্রতি অন্যান্য দেশের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে দেশটির। বাণিজ্য ঘাটতি মূলত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। 

২০২১ সালের শেষ প্রান্তিকে পণ্যের সংরক্ষণ কার্যক্রমে ধীর গতি আসে। যার নেতিবাচক প্রভাব পড়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে। জিডিপি কমেছে এক দশমিক এক শতাংশ পয়েন্ট।

তবে বিশ্লেষকরা জানিয়েছে, চলতি প্রান্তিকে অর্থাৎ এপ্রিল-জুনে অর্থনীতি সম্ভবত ঘুরে দাঁড়াচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে, বার্ষিকভিত্তিতে জানুয়ারি থেকে মার্চে অর্থনীতি এক দশমিক পাঁচ শতাংশ সংকুচিত হয়েছে, যা পূর্বাভাসের এক দশমিক চার শতাংশের চেয়ে সামান্য বেশি। ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকের পর এটাই দেশটির অর্থনীতির প্রথম সংকোচন। করোনার ধাক্কা কাটিয়ে ২০২১ সালের শেষ প্রান্তিকে দেশটির অর্থনীতি ছয় দশমিক নয় শতাংশ সম্প্রসারিত হয়।

রাশিয়ার ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বেড়ে গেছে মানুষের জীবনযাত্রার ব্যয়। পরিবারের খরচ চালাতে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭