ওয়ার্ল্ড ইনসাইড

জ্বালানি তেলের দাম বাড়লো পাকিস্তানেও


প্রকাশ: 27/05/2022


Thumbnail

পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম ৩০ রুপি করে বেড়েছে। শুক্রবার (২৭ মে) থেকে এ বর্ধিত দাম কার্যকর হয়েছে।

বর্তমান দামে প্রতিলিটার পেট্রোলের দাম এখন ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেল ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন লিটারপ্রতি ১৫৫ দশমিক ৫৬ রুপিতে বিক্রি হচ্ছে। এর ফলে পাকিস্তানের ইতিহাসে জ্বালানির সর্বোচ্চ দাম বাড়ার নজির তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মে) ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা দেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। এসময় মন্ত্রী বলেন, মধ্যরাত থেকে সব পেট্রোলিয়াম পণ্যের দাম ৩০ রুপি করে বাড়ানো হচ্ছে। 

পেট্রোলের দাম বাড়ানোয় শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই চেয়ারম্যান বলেছেন, জাতি এই বদমাশদের হাতে মুদ্রাস্ফীতির আরেকটি বড় মাত্রা ধাক্কা খাবে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭