ইনসাইড বাংলাদেশ

প্রণিসম্পদ খাতে উন্নয়ন ও সম্ভবনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা শুরু


প্রকাশ: 28/05/2022


Thumbnail

'প্রণিসম্পদ খাতে উন্নয়ন ও সম্ভবনা: গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক কর্মশালা ও ফেলাে নির্বাচন অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা দিকে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রবীণ সাংবাদিক, কলাম লেখক, অমর একুশে গানের রচয়িতা প্রয়াত আবদুল গাফ্‌ফার চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর কর্মশালা শুরু হয়।

পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের পরিচালনায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত আছেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭