কালার ইনসাইড

‘কেজিএফ ৩’এ থাকছেন হৃতিক রোশন!


প্রকাশ: 28/05/2022


Thumbnail

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার নামটি শুনেনি কিংবা এখনো ছবিটি দেখেই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কন্নড় ভাষায় নির্মিত এই সিনেমাটি গোটা বিশ্বে সুনামি ফেলে দিয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করছে এটি। ‘কেজিএফ–২’ মুক্তির পর ইতোমধ্যে ১ হাজার ২২৭ কোটি রুপির মেগাক্লাবে প্রবেশ করেছে ছবিটি।

বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে কন্নড় ছবিটি। ভারতে ছবিটি দুর্দান্ত ব্যবসা করেছে আগেই। তবে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কানাডাতেও এই প্যান ইন্ডিয়া ছবি এখনো দারুণ ব্যবসা করছে। কানাডা তেলেগু মুভিজের সঙ্গে হাত মিলিয়ে মাইশোর স্টুডিও হাউস কানাডা ‘কেজিএফ–চ্যাপ্টার২’ মুক্তি পেয়েছে দেশটিতে। মুক্তির পর একের পর এক রেকর্ড ভেঙেছে ছবিটি। কানাডার প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি দিন ধরে চলেছে প্রশান্ত নীলের ছবিটি। ‘কেজিএফ –২’ প্রথম ছবি, যা কানাডাতে একাধিক শো পেয়েছে। দেশটিতে বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়া প্রথম ছবিও এটি। এখানেই শেষ নয়, উত্তর আমেরিকার দেশটিতে সবচেয়ে বেশি আয় করা কন্নড় ছবির রেকর্ডও গড়েছে ‘কেজিএফ–২’।

‘কেজিএফ–২’ মুক্তির পর শোনা যাচ্ছে আসবে ‘কেজিএফ ৩’। আর এতে থাকবেন বলিউডের সুপারস্টার অভিনেতা হৃতিক রোশন।

ভারতীয় গণমাধ্যম কইমইডটকম বলছে, ‘কেজিএফ’ প্রোডাকশন হাউজ হাম্বলে ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে আসতে চান। আর সেখানে হৃতিক রোশন রাখার কথা ভাবা হচ্ছে। ছবিটির দর্শককে স্পেশাল উপহার দিতেই প্রিয় এই তারকার কথা ভাবছেন তিনি।

এ প্রযোজকের বরাতে বলা হয়েছে, ‘কেজিএফ ৩’ এ বছর হবে না। কিছু পরিকল্পনা আছে প্রযোজনা প্রতিষ্ঠানের। তবে পরিচালক প্রশান্ত নীল এই মুহুর্তে ‘সালার’ নিয়ে ব্যস্ত থাকায় আপাতত কিছু হচ্ছে না। তবে তারা অনেক চমক নিয়ে হাজির হবে।

‘কেজিএফ ২’- তে যশ ছাড়াও বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন এবং শ্রীনিধি শেঠি ছিলেন। প্রশান্ত নীল সিনেমাটি লিখেছেন এবং পরিচালনা করেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭