ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কাকে চিকিৎসা সহায়তা পাঠাল ভারত


প্রকাশ: 28/05/2022


Thumbnail

শ্রীলঙ্কায় প্রায় ৭ লাখ ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার (২৬ কোটি শ্রীলঙ্কান রুপি) মূল্যের ২৫ টনেরও বেশি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ভারত।

শুক্রবার শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার বিনোদ কে জ্যাকব। খবর এনডিটিভির।

টুইটারে এই হস্তান্তরের একটি ছবি পোস্ট করে হাইকমিশন জানায়, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ঘড়িয়াল মেডিকেল সামগ্রীর চালানটি শ্রীলঙ্কায় নিয়ে এসেছে। পাশাপাশি দেশটির জেলে সম্প্রদায়ের মাছ ধরার জন্য জ্বালানি নিয়ে এসেছে জাহাজটি। শিগগিরই তাদের মধ্যে এই সহায়তা বিতরণ করা হবে।

গত সপ্তাহে, ভারত ৯ হাজার  মেট্রিক টন চাল, ২শত মেট্রিক টন দুধের গুঁড়া এবং ২৪ মেট্রিক টন জীবন রক্ষাকারী ওষুধ সমন্বিত জরুরি ত্রাণ সরবরাহ করেছে যার সম্মিলিত মূল্য ৪৫ কোটি শ্রীলঙ্কান রুপি। 

১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বৈদেশিক রিজার্ভের ও জ্বালানি ঘাটতি, রান্নার গ্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জন্য দীর্ঘ লাইনের সাথে বিদ্যুৎ বিভ্রাট এবং খাদ্যের মূল্যবৃদ্ধি জনগণের উপর দুর্ভোগ সৃষ্টি করেছে।

অর্থনৈতিক সংকট শ্রীলঙ্কায় রাজনৈতিক সঙ্কটেরও সূত্রপাত করেছে এবং শক্তিশালী রাজাপাকসেকেও পদত্যাগের জন্য বাধ্য করেছে। এখন দেখার বিষয় নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন কিনা। 

সূত্রঃ এনডি টিভি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭