ওয়ার্ল্ড ইনসাইড

সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা


প্রকাশ: 29/05/2022


Thumbnail

‘আজাদি মার্চ’ নামে সরকারবিরোধী আন্দোলন করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করেছে ইসলামাবাদের পুলিশ। 

ইমরান খানের পাশাপাশি পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাদেরও এসব মামলায় আসামি করেছে পুলিশ। রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান, শাহ মেহমুদ কুরেশি ও আসাদ উমরসহ দলের অন্যান্য সিনিয়র নেতাদের বিরুদ্ধে শনিবার ১৬টি মামলা নথিভুক্ত করেছে ইসলামাবাদ পুলিশ। এছাড়া শীর্ষস্থানীয় নেতৃত্ব ছাড়াও শিরীন মাজারি, জারতাজ গুল, আলী আমিন গন্ডাপুর এবং রাজা খুররম নওয়াজের নামেও এফআইআর দায়ের রয়েছে।

গত সপ্তাহে ইসলামাবাদে দলটির আজাদি মার্চের সময় সংঘটিত দাঙ্গার কারণে এসব মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আজাদি মার্চের সময় সড়ক অবরোধ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানো, পুলিশ সদস্যদের ওপর হামলা ও জানমালের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। 

ইসলামাবাদের আবপাড়া, কোহসার, তরনল, লোহী বির, রমনা, ভারা কাহু এবং সচিবালয় থানায় এসব মামলা দায়ের করেছে পুলিশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭