ইনসাইড বাংলাদেশ

ইভিএম ত্রুটি ও প্রভাবমুক্ত : ইসি আনিছুর


প্রকাশ: 29/05/2022


Thumbnail

ইভিএম ত্রুটি ও প্রভাবমুক্ত তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। একই সঙ্গে নির্বাচনে ইভিএম ব্যবহার করার জন্য সকলের শান্তিপূর্ণ সহঅবস্থান কামনা করেন তিনি।

রোববার (২৯ মে) সিলেটের বিয়ানীবাজারে 'নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক' মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করার লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন সকল ব্যবস্থা নিয়েছে। সকল ভোট গ্রহণকেন্দ্রও সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনকালীন নিয়মাবলী, ইভিএম এর ব্যাবহার ও কার্যপ্রণালী , ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার তালিকা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যাবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭