ওয়ার্ল্ড ইনসাইড

ফিনল্যান্ড ও সুইডেনের ব্যাপারে আগের অবস্থানেই রয়েছে তুরস্ক


প্রকাশ: 29/05/2022


Thumbnail

স্ক্যান্ডিনেভিয়ান দুই দেশ ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার ভেটো দিয়েছিল তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগানের অভিযাগ ফিনল্যান্ড ও সুইডেন তুরস্কে সন্ত্রাসী কার্যক্রম চালানো জঙ্গি গোষ্ঠীকে সমর্থন ও আশ্রয় দেয়।

এরদোগানের এমন অভিযোগের পর আঙ্কারাকে রাজি করাতে তুরস্কে প্রতিনিধি পাঠায় ফিনল্যান্ড ও সুইডেন। কিন্তু আলোচনার পরও সন্তুষ্ট নন এরদোগান। রোববার তুর্কি প্রেসিডেন্ট পরোক্ষভাবে ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোর সদস্যপদে সায় না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

আজারবাইজান থেকে ফেরার পথে সাংবাদিকদের এরদোগান বলেন, "গত সপ্তাহে আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে সুইডেন-ফিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। কিন্তু আলোচনা কাঙ্খিত পর্যায়ে হয়নি।" 

এরদোগান বলেছেন, "যারা সন্ত্রাসী কার্যক্রম সমর্থন করে তাদের ন্যাটোর সদস্যপদের জন্য হ্যাঁ বলার সুযোগ নেই।" 

সোমবার (৩০ মে) রাশিয়া এবং ইউক্রেন উভয়ের দেশের নেতাদের সাথে ফোনে কথা বলবেন জানিয়ে এরদোগান আরও বলেন, "তুরস্ক যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান দেখতে চায়, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও নেতিবাচক হয়ে উঠছে।" 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭