ওয়ার্ল্ড ইনসাইড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার সাথে গ্যাস নিয়ে চুক্তি সার্বিয়ার


প্রকাশ: 30/05/2022


Thumbnail

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির উপর পশ্চিমা বিশ্ব একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। এতসব নিষেধাজ্ঞা বেড়াজালেও রাশিয়ার সাথে গ্যাস নিয়ে নতুন করে চুক্তি সাক্ষর করেছে সার্বিয়া।  

সোমবার (৩০ মে) সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। 

গ্যাস নিয়ে রাশিয়ার সাথে করা সার্বিয়ার চুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক ঘোষণা দিয়ে জানান, তিনি রাশিয়ার সাথে তিন বছরের প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তি নিশ্চিত করেছেন। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর গ্যাস চুক্তির বিষয়ে গণমাধ্যমে এ ঘোষণা দেন ভুসিক। 

প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক বলেন, আমি আপনাদের যা বলতে পারি তা হল- আমরা সার্বিয়ার জন্য “অত্যন্ত অনুকূল” মূল উপাদানগুলিতে একমত হয়েছি।

ভুসিক দাবি করেন, তিনি সার্বিয়াকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে চান তবে দীর্ঘদিনের মিত্র রাশিয়ার সাথে সম্পর্ক দৃঢ় করতে সাম্প্রতিক বছরগুলো তারা একত্রে কাজ করছেন।

পাশাপাশি, তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের স্পষ্ট নিন্দা করতেও অস্বীকার করেন এবং আরও জানান, তার দেশ মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭